×

আন্তর্জাতিক

সঙ্কটে আর্জেন্টিনা, আইএমএফ এর কাছে ঋণের আবেদন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০৭:২৯ পিএম

সঙ্কটে আর্জেন্টিনা, আইএমএফ এর কাছে ঋণের আবেদন
দেশের চলমান আর্থিক সঙ্কটের মাঝে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছ থেকে ৫০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য আবেদন করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মারসি জানান, দেশের অর্থনীতিতে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ঋণের আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির মুদ্রার দাম পড়ে গেছে উল্লেখযোগ্যহারে। জিনিসপত্রের দামও বেড়ে গেছে। যদিও অনেকেরই দাবি, আইএমএফ কৃত্রিম এই সঙ্কট তৈরি করেছে নিজেদের ফায়দা লোটার জন্য। অবশ্য আর্জিন্টিনার আবেদনে সাড়া দিয়ে আইএমএফ বলছে, দেশটির অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে সমর্থন দেওয়ার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App