×

আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০৭:১০ পিএম

রুশ ক্ষেপণাস্ত্র কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ক্রয় করলে ভারত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা এই ইঙ্গিত দিয়েছেন। খবর আল জাজিরার। বুধবার পেন্টাগনের এশিয়া বিষয়ক কর্মকর্তা র‍্যান্ডল স্ক্রিভার বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে। কিন্তু তারা যদি রুশ ক্ষেপণাস্ত্র কেনে তাহলে এই সম্পর্ক নষ্ট হবে। বিশেষজ্ঞদের এক সম্মেলনে স্ক্রিভার বলেন, ‘আমি বলব যে, এটি সামান্য বিভ্রান্তিকর। ভারত যদি রাশিয়া নতুন করে ব্যাপক অস্ত্র কেনে তাহলে এই বিষয়ে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে।’ ২০১৪ সালে ক্রিমিয়ায় রুশ সম্প্রসারণের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে রাশিয়ার সঙ্গে কেউ যদি সামরিক বা গোয়েন্দা তথ্য বিনিময় করে তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। ভারত রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দেশের মধ্যে এ নিয়ে ছয় বিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে রাশিয়ার সঙ্গে ভারতের এই সামরিক অস্ত্র কেনার চুক্তি হতে পারে। এস-৪০০ ক্রয় করা রাশিয়া থেকে ভারতের প্রতিরক্ষা বিভাগের ধারাবাহিক সমরাস্ত্র কেনার সাম্প্রতিক পদক্ষেপ। এর আগেও রাশিয়া থেকে যুদ্ধবিমান, জাহাজ এবং সাবমেরিন কিনেছে ভারত। স্ক্রিভার বলেছেন, যুক্তরাষ্ট্র এই ভারতের এই পরিকল্পনা নিয়ে চিন্তিত। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র না কিনে বিকল্প পথ খোঁজার জন্য ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান। শুধুমাত্র ভারতই রাশিয়া থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করছে না। এর আগে চীন, তুরস্ক, সৌদি আরব, কাতারও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App