×

খেলা

ভেট্টোরির স্থলাভিষিক্ত হলেন গ্যারি কারস্টেন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০৯:৫৫ পিএম

ভেট্টোরির স্থলাভিষিক্ত হলেন গ্যারি কারস্টেন
ড্যানিয়েল ভেট্টোরিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর গ্যারি কারস্টেনকে নিয়ে গুঞ্জনটা জোরালো হতে থাকে। অবশেষে তাকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চলতি বছরের শুরুর দিকে ব্যাঙ্গালুরুতে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন গ্যারি কারস্টেন। ভেট্টোরিকে সরিয়ে দেওয়ার পর এবার তাকে প্রধান কোচ এবং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে কোহলি-ডি ভিলিয়ার্সদের দল ব্যাঙ্গালুরু। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ব্যাঙ্গালুরুতে যোগ দেন আট বছর আগে। শুরুর দিকে ক্লাবটিতে খেলোয়াড় হিসেবে খেলেন তিনি। এরপর ২০১৪ সালে ক্লাবটির কোচের দায়িত্ব পান তিনি। বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে দল গড়লেও শিরোপা জিততে ব্যর্থ হয় ব্যাঙ্গালুরু। দলের সাম্প্রতিক ব্যর্থতায় চাকরি হারান তিনি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলে কোচ হিসেবে ছিলেন কারস্টেন। তার অধীনে ২০১১ সালে বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। এছাড়াও টেস্টে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে টিম ইন্ডিয়া। এরপর জাতীয় দল দক্ষিণ আফ্রিকায় কোচ হিসেবে যোগ দেন তিনি। আইপিএলে প্রধান কোচ হিসেবে এটাই প্রথম নয় গ্যারি কারস্টেনের। ২০১৪ ও ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে ছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনের প্রধান কোচ হিসেবে ছিলেন প্রোটিয়া এ কোচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App