×

শিক্ষা

ঢাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে ৩৮ শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০২:১৯ পিএম

ঢাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে ৩৮ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ৫টি ইউনিটের মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫১২ জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে। সে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়বে ৩৮ জন পরীক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন এবং চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন আবেদন করেছে। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর, চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর এবং একই ইউনিটের অঙ্কন অংশের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App