×

আন্তর্জাতিক

মাদার তেরেসার নাম ভাঙিয়ে রমরমা পুরস্কার বাণিজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১২:০৫ পিএম

মাদার তেরেসার নাম ভাঙিয়ে রমরমা পুরস্কার বাণিজ্য
নোবেলজয়ী মানবাধিকারকর্মী মাদার তেরেসার নামে রমরমা পুরস্কার ব্যবসা খুলে বসেছে একটি অসাধু মহল। এ চক্রে জড়িয়ে আছে ভারতের কলকাতা ও অন্যান্য শহরের বিশিষ্ট ধনপতি ও বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরাসহ বাংলাদেশের ক্ষমতাবান মহলের অনেকে। মানব সেবায় নিবেদিতপ্রাণ মাদার তেরেসার নিজের হাতে গড়া মিশনারিজ অব চ্যারিটির সঙ্গে এদের পুরস্কার বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। কোনো ধরনের সম্পর্ক না থাকার পরও মাদার তেরেসার নাম ব্যবহার করে পুরস্কার দেয়ার এসব উদ্যোগের বিষয়ে একাধিকবার চ্যারিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে, তবে তাতেও নিজেদের অপতৎপরতা বন্ধ করেনি অসাধু চক্রটি। খোঁজখবর নিয়ে জানা গেছে, মাদার তেরেসার নাম ভাঙিয়ে রমরমা এ পুরস্কার ব্যবসা জাঁকিয়ে তোলার পেছনে রয়েছেন অ্যান্থনি অরুণ বিশ্বাস নামে এক ব্যক্তি। নিজেকে তিনি মাদার তেরেসার অনুসারী এবং মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকেন। কমিটির ওয়েবসাইটে (https://www.motherteresainternationalawardcommittee.org/) গিয়ে জানা যায়, ভারতে ১৯৬১ সালের ২৬তম অধ্যাদেশের আওতায় ১৯৮৬ সালে গঠিত দ্য অল-ইন্ডিয়া মাইনরিটি এন্ড উইকার সেকশন কাউন্সিল নামের একটি অরাজনৈতিক সংস্থা ১৯৯১ সালে নিবন্ধিত হয়। এই কাউন্সিল মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি নামে একটি কমিটি গঠন করে যারা ২০০১ সাল থেকে নিয়মিত মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উৎসব আয়োজন করে আসছে। যদিও বিভিন্ন সময়ে এসব উদ্যোগে মাদার তেরেসার নাম ব্যবহার থেকে বিরত থাকার জন্য আয়োজকদের প্রতি আহŸান জানিয়েছে মিশনারিজ অব চ্যারিটি। অন্যদিকে এ বিষয়ে কলকাতার মাঠপর্যায়ে খবরাখবর নিয়ে জানা যায়, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি নামে বানানো এ কমিটি কলকাতার সংখ্যালঘু ও অবাঙালিদের হাতে গড়া একটি মাথাভারি সংস্থা। মোটা অঙ্কের প্রাপ্তির বিনিময়ে খ্যাতিলোভী মানুষকে মাদার তেরেসার নামাঙ্কিত এ পুরস্কার দিয়ে বেড়ানোই যার মূল কাজ। মাদার তেরেসার মতো একজন মহীয়সীর নামে প্রবর্তিত পুরস্কার গলায় ঝুলাতে সহজেই তাদের ফাঁদে ধরা পড়ে সমাজের নব্যধনী কিংবা ইতোমধ্যেই যারা টাকার কুমির। যারা ভাবছে, সবই তো হলো জীবনে এবার একটু স্বীকৃতি পেলে মন্দ হয় না! অ্যান্থনি অরুণ বিশ্বাসের নেতৃত্বাধীন এ গোষ্ঠী কোনো বেসরকারি সংস্থা নয় এবং তাদের কোনো ধরনের সামাজিক কার্যকলাপেরও নজির মেলে না কোথাও। কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচয়দানকারী অ্যান্থনি অরুণ বিশ্বাসেরও অন্য কোনো আয়ের উৎস বা পেশানির্ভর কোনো কাজও নেই। মুখ্যত প্রচার পাওয়ার লক্ষ্যে বড় বড় নামের সঙ্গে নিজেদের নাম জড়িয়ে এক প্রকার ‘গিমিক’ তৈরি করে তারা। এর সঙ্গে মাদার তেরেসার আদি ও মৌলিক সৃষ্টি মিশনারিজ অব চ্যারিটির কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। কলকাতার বিদগ্ধ মহলেও কেউ তাদের চেনে না। সম্প্রতি মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি নামের এ কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর মাদার তেরেসা রত্ন সম্মাননা দেয়ার ঘোষণা করা হয় গত ২৬ আগস্ট, মাদার তেরেসার ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কলকাতার সত্যজিত রায় মিলনায়তনে এক পুরস্কার প্রদান আয়োজনে। সেখানে বাংলাদেশের টিএম প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং চেয়ারম্যান ফারজানা মুন্নিকে ১৯তম মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়া হয়। ওই আয়োজনে অ্যান্থনি অরুণ বিশ্বাস জানান, ২০১৯ সাল থেকে মাদার তেরেসা অ্যাওয়ার্ডের পাশাপাশি মাদার তেরেসা রত্ন নামে একট নতুন পুরস্কার চালু করতে যাচ্ছেন তারা। প্রথমবারেই এ পদকে ভ‚ষিত হতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে তাদের এ পুরস্কার দেয়ার ঘোষণাটি বিগত কয়েক দিনে উভয় দেশের শীর্ষস্থানীয় অনেকগুলো অনলাইন ও সংবাদপত্রে প্রকাশ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App