×

জাতীয়

চট্টগ্রামের ইউনিক হেলথ কেয়ারে সিলগালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ০১:০৫ পিএম

চট্টগ্রামের ইউনিক হেলথ কেয়ারে সিলগালা
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) অনুমতি ছাড়া বিদেশি চিকিৎসক এনে সেবা দেয়ায় নগরীর ইউনিক হেলথ কেয়ার নামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নগরীর জামালখানের বেলভিউর অষ্টম তলায় অবস্থিত এ চিকিৎসাকেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহ হিল আজমের নেতৃত্বে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী অভিযানে অংশ নেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালিত হয়। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ভোরের কাগজকে বলেন, ইউনিক হেলথকেয়ারে বিদেশি ডাক্তার এনে সেবা দেয়া হয় এবং তারা বিদেশে রোগী পাঠায়। কিন্তু এর জন্য কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। এ ছাড়া ক্লিনিকের অনুমোদন নিয়ে অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল তারা। এ কারণে প্রতিষ্ঠানটি ‘সাময়িকভাবে’ বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি বলেন, পরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার জামালখানের সেনসিভ, পাঁচলাইশের শেভরন ও শেভরনের আট তলায় অবস্থিত ‘ফোরটিস’ হাসপাতালেও অভিযান চালিয়ে নথিপত্র যাচাই করে দেখা হয়। তবে বিদেশি ডাক্তার এনে চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে সেনসিভ কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র দেখাতে পারলেও বিএমডিসির অনুমতিপত্র দেখাতে পারেনি। এ জন্য সেনসিভকে একদিনের সময় দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া শেভরন ও ফোরটিস হাসপাতালের কাগজপত্র ঠিক ছিল বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App