×

জাতীয়

ফটিকছড়িতে জোড়া নবজাতক নিয়ে বেকায়দায় দরিদ্র পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০১:৫৮ পিএম

ফটিকছড়িতে জোড়া নবজাতক নিয়ে বেকায়দায় দরিদ্র পরিবার
ফুটফুটে দুটি নবজাতক কন্যাশিশু। কিন্তু দুটি নবজাতকের পৃথিবীতে আগমন স্বাভাবিকভাবে হয়নি। নবজাতক দুটি জন্মগ্রহণ করেছে জোড়াভাবে। এ নবজাতক দ্বয়ের মাথা, হার্ট, হাত-পা আলাদা হলেও পেট জোড়া লাগানো এবং দুজনের মূত্রনালী পায়ুপথ একটি। গত ২১ আগস্ট উপজেলার নাজিরহাট কেয়ার পয়েন্ট নামের একটি বেসরকারি ক্লিনিকে এ জোড়া নবজাতকের জন্ম হয়। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া এ জোড়া নবজাতক নিয়ে এখন বেকায়দায় আছে তাদের মা-বাবা। জানা গেছে, উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের নোয়াবাজার নামের এলাকার দিনমজুর মোহাম্মদ ইউনুসের স্ত্রী হোসনে আরা বেগমের গর্ভে জন্ম নেয়া নবজাতকদ্বয়কে নিয়ে চরম বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারটি। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও দুদিন পর স্বেচ্ছায় ইউনুস-হোসনেআরা দম্পতি তাদের জোড়া লাগানো নবজাতককে বাড়ি নিয়ে আসেন। বর্তমানে এ জোড়া লাগানো নবজাতকদ্বয়কে নিয়ে বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরী বলেন, চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের শিশুকে কনজয়েন্ট টুইন বলা হয়। বাংলাদেশে ৫০ হাজার থেকে ২ লাখ শিশুর মধ্যে এ ধরনের একটি কনজয়েন্ট টুইন শিশুর জন্ম হয়। এ রোগের চিকিৎসাও ব্যয়বহুল এবং জীবনও অনেক ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে সরকারি সহায়তা কামনা করছে পরিবারটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App