×

তথ্যপ্রযুক্তি

নিলামে উঠেছে অ্যাপল ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০২:২৩ পিএম

নিলামে উঠেছে অ্যাপল ১
নিলামে উঠেছে কম্পিউটারের ইতিহাসের অন্যতম পুরনো ডিভাইস অ্যাপল ১। ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে খ্যাত অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জসব ও স্টিভ ওজনিয়াক এটি নিজ হাতে ডিজাইন করে তৈরি করেছিলেন।আগামী মাসে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে আরআর অকশনের ওয়েবসাইটে অ্যাপল ১ নিলামে তোলা হবে। ১৯৭৬ সালে অ্যাপল ১ প্রথম বাজারে আসে। সেসময় মাত্র ২০০টি অ্যাপল ১ তৈরি করা হয় যার মধ্যে একটি কম্পিউটার আগামী মাসে নিলামে উঠতে যাচ্ছে। তখন ডিভাইসটির মূল্য ছিল ৬০০ মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, নিলামে ডিভাইসটি দর ৩ লাখ মার্কিন ডলার থেকে শুরু হবে। সে সময় অ্যাপল ১ কম্পিউটারগুলো কেবল মাদারবোর্ড আকারেই বিক্রি হতো। স্টিভ জবস তখন তার যাতায়াতের একমাত্র মাধ্যম ভক্স ওয়াগন গাড়ি ও স্টিভ ওজনিয়াক তার এইচপি-৬৫ ক্যালকুলেটর বিক্রি করে এই প্রকল্পের জন্য ফান্ড তৈরি করেছিলেন। তবে তখনকার সময়ে অ্যাপল ১ কোনো পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস বা মনিটরের সঙ্গে বিক্রি হতো না। ক্রেতাদের এসব আলাদা কিনে জোড়া লাগাতে হতো।কিন্তু এতো কিছুর পরেও এসব অ্যাপল ১ মাদারবোর্ডকে আজকের ফ্যাশনেবল ম্যাক কম্পিউটারের পূর্বপুরুষ বলেই মনে করা হয়। পিসি ম্যাগাজিনের মতে, বিশ্বে এখন মাত্র ৫০টির মতো অ্যাপল ১ রয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App