×

খেলা

টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৩:৪৮ পিএম

টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি শুরু
দুবার এশিয়া কাপের ফাইনালে ওঠার পরও বাংলাদেশ ক্রিকেট দলের শিরোপার স্বাদ গ্রহণ করা হয়নি। তবে এবার আর ট্রফি হাতছাড়া করতে রাজি নন মাশরাফি বাহিনী। আসন্ন এশিয়া কাপের ১৪তম আসরকে সামনে রেখে গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নতুন জার্সি পরে প্রথম দিনের অনুশীলন করেন টাইগাররা। তবে দলের সঙ্গে ছিলেন না টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। আর মামলা নিয়ে অনুশীলনে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। এশিয়া কাপের এবারের আসর ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মোকাবেলা করবে মাশরাফি বাহিনী। এদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। আর বাছাইপর্বের মাধ্যমে ৬ সেপ্টেম্বর তৃতীয় দলকে পাওয়া যাবে। দুই গ্রুপ থেকে চারটি দল সুপার ফোরে অংশ নেবে। আর সেখান থেকে দুটি দল ফাইনাল খেলবে। এশিয়ান ক্রিকেটের অন্যতম বড় আসর হলো এশিয়া কাপ। প্রতি দুবছর অন্তর অন্তর এটি অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের বলার মতো সাফল্য নেই। দুবার শিরোপা নির্ধারণী ফাইনালে উঠলেও কাক্সিক্ষত ট্রফির অর্জন করা সম্ভব হয়নি। ২০১৬ সালে এশিয়া কাপের ১৩তম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠেছিল টাইগাররা। ভারতের বিপক্ষে হেরেছে ৮ উইকেটের বিনিময়ে। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো ফাইনাল খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে মাত্র ২ রানের ব্যবধানে। তবে এবার চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর মাশরাফি বাহিনী। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে। ঈদের আগেই ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন উদীয়মান পেসার শরিফুল ইসলাম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল প্রথম দিনের অনুশীলনে নামে স্টিভ রোডসের শিষ্যরা। তবে প্রথম দিনে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলায় ব্যস্ত থাকার কারণে ক্যাম্পে শুরু থেকে অংশ নিতে পারছেন না অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জানা গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরবেন তিনি। সিপিএলে সেন্ট কিটসের পক্ষে খেলছেন মাহমুদউল্লাহ। এদিকে বিশ^সেরা অলরাউন্ডার সাকিবের অনুশীলনে যোগ দেয়া-না দেয়া নির্ভর করছে তার বাঁ-হাতের কনিষ্ঠায় অস্ত্রোপচারের ওপর। এশিয়া কাপের আগে সার্জারি হলে সাকিবের প্র্যাকটিসে কোনো প্রশ্নই ওঠে না। আর তা না হলে হয়তো ১ বা ২ সেপ্টেম্বর থেকে প্র্যাকটিস করবেন তিনি। সম্প্রতি হজব্রত পালন করায় দেশের বাইরে রয়েছেন। এ দিকে মামলা নিয়েই প্রথম দিনের অনুশীলন করেন মোসাদ্দেক। রবিবার নারী নির্যাতন মামলার বেড়াজালে জড়িয়ে পড়েন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই নিজের মধ্যেই অস্বাভাবিক থাকার কথা। তবে অনুশীলনে এর কোনো লক্ষণই প্রকাশ পায়নি। প্রথম থেকেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন আর খুনসুটিতে মাতছেন। এর আগে সকাল সাড়ে ৯টার আগেই মিরপুরে এসে রিপোর্ট করেন মোসাদ্দেক। এরপর সতীর্থদের সঙ্গে মিলে নামেন মাঠে এবং স্বাভাবিকভাবেই প্রথম দিনের অনুশীলনের সব কটি সেশনে অংশ নেন। এদিকে রবিবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির সঙ্গে বিসিবির চুক্তি শেষ হওয়ায় নতুন জার্সিতে অনুশীলনে নামে ক্রিকেটাররা। এশিয়া কাপ শুরুর পূর্বে নতুন স্পন্সর পাবে বলে আশাবাদী বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App