×

আন্তর্জাতিক

চলতি সপ্তাহে ভারত-পাকিস্তান বৈঠক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৬:৫১ পিএম

চলতি সপ্তাহে ভারত-পাকিস্তান বৈঠক
চলতি সপ্তাহে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইমরান খান পাক প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সঙ্গে দেশটির সরকারি পর্যায়ের এটাই প্রথম বৈঠক হতে যাচ্ছে। জানা গেছে, এজন্য ভারতের কূটনীতিকরা ইসলামাবাদে যাচ্ছেন। এর আগে চলতি বছরের মার্চে সিন্ধু পানিবন্টন নিয়ে দু'দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এ আলোচনা দেশের স্বার্থের জন্য অত্যন্ত জরুরি বলে বরাবরই দাবি করে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে কারণে এটা অব্যাহত রাখতে হবে। এদিকে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ার কথা বলে আসছের ইমরান। চলতি বছরের নভেম্বরে ইসলামাবাদে সার্ক সম্মেলনে যেন নরেন্দ্র মোদি যোগ দেন, সেজন্য চেষ্টা করে যাচ্ছে ইমরান সরকার। অন্যদিকে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে ইমরানের শপথগ্রহণের দিন তাকে চিঠি লিখেছেন মোদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App