×

আন্তর্জাতিক

ইয়েমেনে সব পক্ষই যুদ্ধাপরাধে জড়িত, দাবি জাতিসংঘের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৬:৫৩ পিএম

ইয়েমেনে সব পক্ষই যুদ্ধাপরাধে জড়িত, দাবি জাতিসংঘের
ইয়েমেনে চলমান সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ওই সংস্থার মানবাধিকার বিশ্লেষকদের মতে, ইয়েমেনে সংঘাতের নামে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে এবং সেজন্য বিবাবদমান সবগুলো পক্ষই দায়ী। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে ইয়েমেনে সহিংসতার ব্যাপারে নিজেদের পর্যবেক্ষণ উল্লেখ করে নতুন প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি। ইয়েমেনের স্কুল, হাসপাতাল এবং দোকানে বোমা হামলায় নিহতদের বিষয়গুলো যুদ্ধাপরাধ হিসেবেই বিবেচনা করছে জাতিসংঘ। এদিকে সৌদি জোটের বিমান হামলার বিষয়টি নিয়েও সতর্ক বার্তা দিয়েছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ইয়েমেনের চলমান সহিংসতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে খুব একটা আন্তরিক ও উদ্যোগী নয় দেশটির সরকারি বাহিনী, সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App