×

আন্তর্জাতিক

যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নিশ্চুপ থাকবেন পোপ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৬:৫৬ পিএম

যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নিশ্চুপ থাকবেন পোপ
এক মার্কিন কার্ডিনালের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরেও পোপ তা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ভ্যাটিকানের এক প্রাক্তন শীর্ষ কর্মকর্তা। তবে পোপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি এবং তিনি বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রক্ষণশীল রোমান ক্যাথলিক গণমাধ্যমকে দেওয়া ১১ পৃষ্ঠার বিবৃতিতে আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো অভিযোগ করেছেন, কার্ডিনাল থিওডর ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়টি ভ্যাটিকান ও যুক্তরাষ্ট্রের অনেক বর্তমান ও প্রাক্তন চার্চ কর্মকর্তা জানতেন। তিনি এসব ব্যক্তিদের নামের তালিকাও দিয়েছেন। ভিগানোর অভিযোগ, তিনি ২০১৩ সালেই ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়টি পোপ ফ্রান্সিকে জানিয়েছিলেন। তবে পোপ পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন। ম্যাককারিকের অবশ্য গত মাসে পদত্যাগ করেছেন। পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি করে ভিগানো বলেন, ‘ যারা ম্যাককারিকের নিপীড়নের বিষয়টি গোপন করেছিলেন সেই কার্ডিনাল ও বিশপদের নিয়ে পোপের পদত্যাগ করে প্রথম ভালো একটি উদহারণ সৃষ্টি করা উচিৎ।’ তবে সোমবার আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের পোপ বলেছেন, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তিনি বলেছেন, ‘আপনারা যারা আগ্রহী তারা নথিটি সতর্কতার সঙ্গে পড়ে দেখবেন এবং নিজেরাই্ এর মূল্যায়ণ করবেন। আমি এ বিষয়ে একটি শব্দও বলবো না। আমি মনে করি বিবৃতিটি নিজেই কথা বলবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App