×

আন্তর্জাতিক

ইরান-সিরিয়া সামরিক সহযোগিতা চুক্তি সই

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৬:৩১ পিএম

ইরান-সিরিয়া সামরিক সহযোগিতা চুক্তি সই
ইরান ও সিরিয়া প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সিরিয়া সফরের মধ্যে এ চুক্তি সই হলো। সফরের সময় তিনি সিরিয়ার নিরাপত্তা রক্ষার বিষয়ে ইরানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। চুক্তি সইয়ের পর জেনারেল হাতামি জানান, নতুন চুক্তি অনুসারে দ্বিপক্ষীয় উপস্থিতি, অংশগ্রহণ এবং সহযোগিতার বিষয়গুলো নির্ধারণ করা হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে রবিবার এ চুক্তিতে সই করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলি আবদুল্লাহ আইয়ুব। জেনারেল হাতামি বলেন, যুদ্ধের সময় পেছনে ফেলে সিরিয়া এখন পুনর্গঠনের যুগে প্রবেশ করছে এবং সেই প্রক্রিয়ায় তেহরান গঠনূলক ভূমিকা পালন করবে। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে সহযোগিতার মধ্যদিয়ে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব এবং কোনো পক্ষ বা দেশকে তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে দেব না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App