×

খেলা

অক্টোবরে বাংলাদেশে আসছে আইসিসি বিশ্বকাপ ট্রফি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৮, ০৫:৫৩ পিএম

অক্টোবরে বাংলাদেশে আসছে আইসিসি বিশ্বকাপ ট্রফি
২০১৯ সালের ১৪ জুলাই লর্ডসে পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। তার আগেই শুরু হচ্ছে বিশ্বকাপের সোনালি শিরোপার ‘ট্রফি ট্যুর’। আগামী ২৭ আগস্ট থেকে ট্যুরে বের হবে ট্রফিটি। ট্রফিটির প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকট। তারপর বিশ্বের বিভিন্ন কয়েকটি দেশ হয়ে ট্রফিটি বাংলাদেশে আসবে আগামী ১৭ অক্টোবর। বাংলাদেশে সাত দিন থাকবে বিশ্বকাপ ট্রফিটি। সাত দিনে বাংলাদেশের মোট চার শহরে ঘুরবে। যার মাঝে ঢাকায় থাকবে তিন দিন, চট্টগ্রামে দুইদিন এবং একদিন করে থাকবে খুলনা -সিলেটে। বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হবে দুবাইয়ের আইসিসির প্রধান কার্যালয় থেকে। পাঁচটি উপমহাদেশের ২০টি দেশের মোট ৬০ শহরের ক্রিকেট প্রেমীরা ট্রফিটি দেখার সুযোগ পাবে। দুবাই থেকে যাত্রা শুরু করে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানির বিভিন্ন শহরে। ২০টি দেশ ঘুরে বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি সোনালি ট্রফিটি পৌঁছাবে আয়োজক দেশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App