×

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ডে পশু কোরবানি কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৮, ১২:৪০ পিএম

ভারতের ঝাড়খণ্ডে পশু কোরবানি কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ
ঈদ উদযাপনের সময় ভারতের ঝাড়খণ্ডের একটি গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২২ আগস্ট) ঝাড়খণ্ডের পাকুর জেলার দাঙ্গা পাদা গ্রামে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে পশু কোরবানিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রাপাত ঘটে। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, ঈদের দিন জনসমক্ষে পশু কোরবানিতে বাধা দেয় পুলিশ। এসময় গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে তাদের প্রতিহত করে। সূত্র আরও জানায়, কমপক্ষে সাতজন গ্রামবাসীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানানো হয়। উল্লেখ্য, ঝাড়খণ্ডে গরু জবাই নিষিদ্ধ। তাছাড়া ঈদুল আযহায় জনসমক্ষে গরু জবাই নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App