×

বিনোদন

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ১১:৩১ এএম

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান। তবে তার চলে যাওয়ার এক বছরে পরিবারের পক্ষ থেকে বিশেষ কিছু করার তেমন উদ্যোগ নেই। নায়করাজের ছোট ছেলে সম্রাট জানান, সবসময়ের মতো কবর জিয়ারত এবং দোয়া করা হবে পারিবারিকভাবেই। আব্বা চলে যাওয়ার পর আব্বার রুহের মাগফেরাত কামনা করে আমরা প্রায় সময়ই কবরস্থানের পাশে গিয়ে দোয়া-দুরুদ পড়ি। সেই ধারাবাহিকতাটাই স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে আজ। আজ তার কবরস্থানে শিল্পী সমিতির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং আগামী ৮ সেপ্টেম্বর শিল্পী সমিতির উদ্যোগে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পাশাপাশি তার স্মৃতিতে আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এ দিকে দেশ টিভিতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে রাজ্জাকের সাক্ষাৎকারটি প্রচার হবে। আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে প্রায় নব্বই মিনিট নায়করাজ কথা বলেছিলেন আসাদুজ্জামান নূরের সঙ্গে। গত বছরের ২৯ জুলাই দেশ টিভির কার্যালয়ে নায়করাজ এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। পরিচালক সমিতির পক্ষ থেকেও তার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। আগামী ২ অথবা ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App