×

তথ্যপ্রযুক্তি

গুগলের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ০৪:৪৫ পিএম

গুগলের বিরুদ্ধে মামলা
অবৈধভাবে আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করার অভিযোগে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে এক ব্যবহারকারী। শুক্রবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।
ডিভাইস সেটিংয়ে অবস্থান শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ করার পরও গুগল ব্যবহারকারীদের কাছ থেকে অবস্থানের তথ্য নিচ্ছে গত সপ্তাহে এমনই একটি সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা এপি। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়। মামলায় দাবি করা হয়েছে, কোম্পানিটি গ্রাহকের গোপনীয়তা লংঘন করছে।
বাদী নেপোলিয়ন পাতাসিল, ক্যালিফোর্নিয়ার আইন লংঘনের দায়েও গুগলকে অভিযুক্ত করে অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার বিষয়ে মন্তব্য জানতে চাইলে গুগল কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।
এদিকে, এপির সেই বিস্ফোরক সংবাদ প্রকাশের একদিন পরই অবস্থান শনাক্তকরণের সাপোর্ট পেইজে নীতি পরিবর্তন করেছে টেক জায়ান্ট। সেখানে ‘গুগল সার্চ ও ম্যাপের কিছু তথ্য’ সংরক্ষণের কথা বলা হয়েছে। যদিও পূর্বে বলা হয়েছিলো ‘লোকেশন হিস্টোরি বন্ধ করার পর আর কোন তথ্য সংরক্ষণ করা হয়না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App