×

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আরও চার শিক্ষার্থীর মুক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ০৬:১৮ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আরও চার শিক্ষার্থীর মুক্তি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া আরও ৪ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার বিকাল সাড়ে ৪টায় তারা মুক্তি পান। এ নিয়ে আন্দোলনের সময় কেরানীগঞ্জের ওই কারাগারে বন্দি ২২ শিক্ষার্থীর সবাই ছাড়া পেলেন।

এর আগে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এখান থেকে ৯ শিক্ষার্থী এবং রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র মুক্তি পান।

শিক্ষার্থীরা যখন একে একে বেরিয়ে আসছিলেন, তখন জেলগেটে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। স্বজনের বুকের তারা কান্নায় ভেঙে পড়েন।

সোমবার বিকালে যে চার ছাত্র মুক্তি পান তারা হলেন- ইস্ট ওয়েস্টের রিসালাত ও বায়েজিদ আদনান, আইইউবির আমিনুল বায়েজিদ এবং এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ উল্লাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App