×

খেলা

কাতারকে হারিয়ে শেষ ১৬ তে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১০:৩৬ পিএম

কাতারকে হারিয়ে শেষ ১৬ তে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের দেশে ফেরার জন্য ২১ আগস্টের টিকেট কেটে রাখে টিম ম্যানেজমেন্ট। উজবেকিস্তান, থ্যাইল্যাল্ড এবং কাতারের বিপক্ষে হারবে এবং এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নেবে- এ ভেবেই হয়তো আগাম চিন্তা। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে সমতা করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ রচনা করে যুবারা। এরপর রবিবার কাতারের বিপক্ষে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চান্দ্রাভাগা স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচ বাংলাদেশ ১-০ গোলে জয় পায়। অন্য দিকে উজবেকিস্তানের কাছে থাইল্যান্ড হারায় 'বি' গ্রুপ থেকে নক আউট পর্বে ওঠে গেছে জেমি ডের দল। তিন ম্যাচেই জয় নিয়ে গ্রুপ সেরা হয়েছে উজবেকিস্তান।

বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠল। আর লাল সবুজের দলের জয়ের নায়ক অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের ৯৩ মিনিটে তার সুবাদে কাঙ্খিত গোল পায় বাংলাদেশ।

গ্রুপের তিন দল-উজবেকিস্তান, থাইল্যান্ড এবং কাতার শক্তি ও সামর্থে বাংলাদেশের চেয়ে এগিয়েই ছিল। উজবেকদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারলেও জামাল ভূইয়া-আতিকুররা থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে সমতা করে। ওদিকে উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় কাতার। তাতেই নক আউটের সম্ভাবনা জাগে বাংলাদেশের সামনে।

এরপর কাতারের বিপক্ষে বাংলাদেশের জয় এবং উজবেকদের কাছে থাইল্যান্ডের হারের সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের সামনে। বাংলাদেশ তাদের খেলা তিন ম্যাচে এক জয়ের পাশাপাশি এক হার এবং এক ড্র নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যায়। অন্যদিকে থাইল্যান্ড দুই ড্রয়ের পাশাপাশি হারে এক ম্যাচে। থাইল্যান্ডকে টপকে তাই নক আউট পর্বে উঠেছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App