×

বিনোদন

সেলিম আল দীন জন্মোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ০২:০৮ পিএম

সেলিম আল দীন জন্মোৎসব
‘সেলিম আল দীন সতত অনিবার্য রয়, বাঙলা নাট্যের শিল্পসুধা বিশ্ব করবে জয়’ এ স্লোগান নিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল শুক্র ও শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৮’। এতে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘হরগজ’ মঞ্চায়নসহ থাকবে আলোচনা অনুষ্ঠান, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি এবং নাট্যসংলাপ দিয়ে শিল্পকলার চত্বর সজ্জা প্রভৃতি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্টুডিও থিয়েটারে নাট্যাচার্য সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান। সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজনা বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপন নির্দেশনাকৃত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। দ্বিতীয় দিন নাট্যাচার্যের জন্ম দিবসে সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং ক্যাম্পাসের পুরনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করবে স্বপ্নদল। এরপর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনা ‘হরগজ’-এর মঞ্চায়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App