×

জাতীয়

সাভারে স্কুল ছাত্রের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১১:২৯ এএম

সাভারে স্কুল ছাত্রের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
সাভারে বৃহস্পতিবার ( ১৬ আগস্ট) সকালে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকা থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৫ আগস্ট) দুপুরে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রোহান। বৃহস্পতিবার সকালে বালুঘাট থেকে ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। রোহান সাভারের তালবাগ মহল্লার আফজাল হোসেনের ছেলে। সে স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুল অব এক্সিলেন্সির পিএসসি বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র। রোহানের আটক দু’জন বন্ধু পার্শ্ববর্তী শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া (শিশু হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হলো না)। রোহানের বাবা আফজাল হোসেন বলেন, বুধবার দুপুরে শোকদিবসের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ছেলে। এরপর সে আর সারাদিন বাসায় ফেরেনি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বালুঘাট থেকে বস্তার ভেতরে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। আর প্রতিবেশী শওকতের দোতলা বাড়ির ছাদ থেকে তার বালুমাখা প্যান্ট পাওয়া গেছে। প্রতিবেশীরা জানান, রোহান খুবই চঞ্চল, সাহসী এবং মিশুক ছেলে ছিল। সবাই তাকে বেশ আদরও করতো। এতো চটপটে একটি শিশুকে কিভাবে এমন নির্মম কায়দায় হত্যা করা হলো তা কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজনরা। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুলক হক বলেন, রোহানের মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App