×

জাতীয়

জনপ্রিয় হয়ে উঠেছে চাটগাঁ ভাষার অনলাইন চ্যানেল সিপ্লাস টিভি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১০:২০ পিএম

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অনলাইন চ্যানেল সিপ্লাস টিভি। ২০১৫ সাল থেকে এ চ্যানেলটি স্যাটেলাইট টিভি চ্যানেলের মত দৈনিক সংবাদ, বিনোদন, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। ইতিমধ্যেই চ্যানেলটি নিজের ফেসবুক পেজে ছয় লাখেরও বেশি এবং ইউটিউবে এক লাখেরও বেশি গ্রাহক অর্জন করেছে। চট্টগ্রামের ভাষায় এই চ্যানেলে চট্টগ্রামের সব মন্ত্রী, মেয়র, এমপিসহ বিশিষ্ট ব্যক্তিরা চাটগাঁ ভাষায় সাক্ষাতকার দেন প্রায়ই। চ্যানেলটি সম্পূর্ণ রূপে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উপর ভিত্তি করে তৈরি। সিপ্লাস চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে পৃথিবীর সব স্থানে প্রমোট করছে। চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রামের প্রতিটি উপজেলায় রয়েছে সিপ্লাস টিভি’র এক ঝাঁক দুরন্ত সংবাদকর্মী। সিপ্লাসের সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন সাংবাদিক আলমগীর অপু। বর্তমানে সিপ্লাস টিভির হেড অফিসে ২৫ জন পেশাদার সাংবাদিক টিম কাজ করছে। সাংবাদিক টিমের নেতৃত্ব দিচ্ছেন স্বরূপ ভট্টাচার্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App