×

জাতীয়

সৌদি আরবে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৮:৩৮ পিএম

সৌদি আরবে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কা নগরীতে আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার এই পাঁচজন হজযাত্রী মারা যান।

মঙ্গলবার এই পাঁচ হজযাত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের রাধানগরের মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।

এরআগে গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

গত ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ অফিসে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়।

আগামী ২৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App