×

আন্তর্জাতিক

সরকার-মন্ত্রিসভা গঠনে চূড়ান্ত সিদ্ধান্তে ইমরানের দল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ১০:১০ পিএম

সরকার-মন্ত্রিসভা গঠনে চূড়ান্ত সিদ্ধান্তে ইমরানের দল
পাকিস্তানের নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনসহ সব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (১৫ আগস্ট) পিটিআই’র মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। সংবাদমাধ্যম বলছে, দেশটির নির্বাচন কমিশন ইমরানের দল পিটিআইকে নারীদের জন্য সংরক্ষিত ২৮টি আসন ও অমুসলিমদের জন্য পাঁচটি আসন বরাদ্দ দিয়েছে। এতে ইমরানের দলের মোট আসন বেড়ে দাঁড়ায় ১৫৮টি। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য ইমরানের দলের আরও ১৪টি আসন প্রয়োজন। পিটিআই’র মুখপাত্র ফাওয়াদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রিসভাসহ সরকার গঠনের সবকিছুরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিরোধী দলকে নতুন ঐতিহ্যের জন্য অনুরোধ করেছি। তাদের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথাও বলেছি। ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে আসছে ১৮ আগস্ট শপথ গ্রহণ করবেন। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য ছোট দলগুলোর সাহায্য নিতে হবে ইমরানের দলকে। ফাওয়াদ চৌধুরী আরও বলেন, পাকিস্তানিরা ইমরানের ওপর ভরসা রেখে তাকে ভোট দিয়েছে। আমরাও তার ওপর আমাদের বিশ্বাস রেখেছি। পিটিআই’র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ কোরেশি বলেন, পাকিস্তানের জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ কাজ করবে পিটিআই। চলতি বছরের ২৫ জুলাই দেশটিতে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের পর গণনার মাঝামাঝিতেই প্রাথমিক ফলাফলে ইমরান খানের দল এগিয়ে যায়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের ২১ দিনের মধ্যে সংসদ সদস্যদের (এমপি) শপথ এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এমপিরা শপথ নিয়ে নিলে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে ইমরান হবেন সংসদ নেতা এবং সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রী। এরপর তিনি গঠন করবেন মন্ত্রিসভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App