×

খেলা

ক্ষুব্ধ মরিনহো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ০৪:৫২ পিএম

ক্ষুব্ধ মরিনহো
ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত হয়েছে বর্তমান রানার-আপ ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের প্রথম ম্যাচে লিচেস্টার সিটিকে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে রেড ডেভিলসরা। তবে এরপরও ম্যানইউ কোচ হোসে মরিনহোর ক্ষুব্ধ হওয়ার কথা শোনে অনেকেই হয়ত চমকে উঠতে পারেন। চমকানোর কিছু নেই। কেননা, মরিনহোর ক্ষুব্ধ হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ম্যানইউ কোচের ক্ষোভ তার শিষ্যদের ওপর নয়, বরং ইংলিশ ক্লাবটির কর্মকর্তাদের প্রতি। বিশেষ করে ক্লাবটির বর্তমান সিইও এডওয়ার্ড গ্যারেথ উডওয়ার্ডের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হোসে মরিনহো। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে জয় পেয়েছে মরিনহোর শিষ্যরা। লিচেস্টার সিটির বিপক্ষে জয়ের পর গতকাল এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন মরিনহো। সেখানে তিনি প্রথমেই দারুণ জয়ে মৌসুম শুরু করার জন্য শিষ্যদের অভিনন্দন জানান। এসময় শিষ্যদের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটিতে ম্যানইউকে নেতৃত্ব দিয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। এই ম্যাচে পগবার নেৃতত্ব ও মাঠের পারফরমেন্সে দারুণ মুগ্ধ মরিনহো। এসময় শিষ্যদের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, মৌসুমের প্রথম ম্যাচ বলে কিছুটা চাপে ছিলাম। কেননা, দ্বিতীয় স্থানে থেকে আমরা গত মৌসুম শেষ করেছিলাম। কিন্তু আপনারা জানেন সবসময় ম্যানইউর লক্ষ্য থাকে শিরোপা জয়। গতবারের আক্ষেপটা আমরা এবার পূরণ করতে চাই। আর এজন্য ভালো একটি শুরু দরকার ছিল। যা ওরা এনে দিয়েছে। আমরা এখন পুরো টুর্নামেন্টে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। পগবার বিষয়ে মরিনহোর অভিমত, সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। মাঠে দারুণ খেলেছে এবং ১টি গোলও করেছে। ওর কাছে আমি এমন নৈপুণ্যই প্রত্যাশা করি। সে তার ওপর আমার আস্থার প্রতিদান দিয়েছে। তবে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ম্যানইউ কর্তাদের আচরণে ক্ষুব্ধ হোসে মরিনহো। ম্যানইউ কর্তাদের প্রতি পগবাদের কোচের ক্ষোভের প্রধান কারণ পছন্দমতো ফুটবলার কিনতে না দেয়া। এ বিষয়ে বর্তমানে ৫৫ বছর বয়সী এই কোচ বলেন, আমি শুরু থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম এবার বেশ কয়েকজন মানসম্মত ফুটবলার কিনব। বিশেষ করে দুজন ফরোয়ার্ড ও অন্তত ভালো মানের একজন ডিফেন্ডার কিনতে চেয়েছিলাম আমি। কিন্তু ক্লাব আমার ইচ্ছের গুরুত্ব দেয়নি। এজন্য ইংলিশ ক্লাবটির বর্তমান সিইও এডওয়ার্ড গ্যারেথ উডওয়ার্ডকে দায়ী করেছেন মরিনহো। মরিনহোর মতে, গ্যারেথ উডওয়ার্ডই নতুন ফুটবলার কেনার জন্য অর্থ খরচ করতে রাজি হয়নি। তবে বর্তমানে যারা দলে আছেন তাদের নিয়েই এ মৌসুমের শিরোপা জেতার জোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App