×

খেলা

ইনিংস ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ০২:২৭ পিএম

ইনিংস ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারল ভারত
বিশ্বসেরার তকমা পেতে ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল বিরাট কোহলির। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে সেই পরীক্ষায় উৎরে গিয়েছেন ভারত অধিনায়ক। কিন্তু তার দল ভারত এখনও ইংল্যান্ডের মাটিতে হাবুডুবু খাচ্ছে। প্রথম টেস্টের পর লর্ডসেও হারল টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। এবার হারল ইনিংস ব্যবধানে। ভারতকে হারাতে ইংলিশদের দ্বিতীয়বার আর ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। এই জয়ে পাঁচ টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সফরকারীরা। কিন্তু জেমস এন্ডারসনদের তোপের মুখে ৩৫.২ ওভারে ১০৭ রান করেই গুটিয়ে যায় তারা। জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৯৬ রান করে ইনিংস ঘোষণা করে। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অল আউট হয়ে ১৫৯ রান ও ইনিংস ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে ভারত। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্রিস ওকস। বৃষ্টির কারণে লর্ডস টেস্টের প্রথম দিন মাঠেই গড়াতে পারেনি খেলা। দ্বিতীয় দিনও পুরো সময় খেলা হয়নি। তবু ম্যাচ শেষ হয়ে গেছে চতুর্থ দিনেই। মূলত ভারতের ব্যাটিং ব্যর্থতায় বাড়েনি ম্যাচের দৈর্ঘ্য। দুই ইনিংস মিলিয়ে ভারত ব্যাট করেছে ৮২.২ ওভার। সফরকারীদের বিখ্যাত ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন মূলত এন্ডারসন। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। এছাড়া স্টুয়ার্ট ব্রডও দ্বিতীয় ইনিংসে এন্ডারসনের সাথে তাল মিলিয়ে নেন ৪ উইকেট। ভারতের হয়ে দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ২৯ ও দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৩৩। দুই ইনিংসেই ভারতের টপ অর্ডার ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিপরীতে ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন দারুণ উজ্জ্বল। বিশেষ করে জনি বেয়ারস্টো ও ক্রিস ওকসে ভর দিয়ে ভারতের সামনে রানের পাহাড় দাঁড় করায় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App