×

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ০৫:৪৯ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী
‘পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি/ তাঁর রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি’। এমন কথার একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা। গানের কথা লিখেছেন সুজন হাজং এবং সুর দিয়েছেন যাদু রিচিল। বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে গানে কণ্ঠ দেন ফাহমিদা। গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। শোকের মাস আগস্টে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি। গানটির প্রসঙ্গে ফাহমিদা বলেন, গানের কথা ও সুরের মধ্যে এক ধরনের বৈচিত্রময় অনুভূতির প্রকাশ হয়েছে। জাতির জনকের জন্য সম্মান, অহংকার, বিষাদ, দেশপ্রেম, হাহাকার, প্রার্থনা এবং বিজয় এই সবগুলো অনুভূতি প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি। ১৫ আগস্ট জাতির পিতার প্রয়াণ দিবসের জন্য তৈরি এ গানের মাধ্যমে তার প্রতি যথাযথ সম্মান দেখাতে পারলেই এ উদ্যোগের সার্থকতা বলে মনে করছেন গীতিকার সুজন হাজং। অন্যদিকে সুরকার যাদু রিচিল মনে করছেন গানটি আপামর বাঙালির মনের কথাই প্রকাশ করবে। ১২ আগস্ট গানটি প্রকাশ পাবে অনলাইনে। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচারের কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App