×

জাতীয়

যশোরে ৭৫ কেজি স্বর্ণসহ আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ১০:৫২ এএম

যশোরে ৭৫ কেজি স্বর্ণসহ আটক ৩
যশোরের শার্শার শিকারপুর সীমান্ত ও বেনাপোল বাজার থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৭৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় তিন ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- বেনাপোলের দৌলতপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী সফুরা খাতুন (৬২) ও ভবারবেড় গ্রামের ইব্রাহিমের ছেলে ইস্রাফিল (২২)। বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার সকালে বিজিবি’র পৃথক অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. মুকুল হোসেন প্রাামানিকের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে যান। তারা সীমান্তের মেইন পিলার ২৯ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে নারিকেলবাড়িয়া এলাকায় এক ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে প্রায় ৭৩ কেজি ওজনের ৬২৪টি সোনার বার এবং একটি রাম দা উদ্ধার হয়। জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাষ্টমস হাউজে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল ও শার্শা থানায় দুটি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App