×

তথ্যপ্রযুক্তি

ম্যাকবুকে যুক্ত হচ্ছে ফেইস আইডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ০৫:১৯ পিএম

ম্যাকবুকে যুক্ত হচ্ছে ফেইস আইডি
আইফোন টেনের মত ম্যাকবুকে যুক্ত হতে যাচ্ছে ফেইস আইডি সুবিধা। ইতোমধ্যে ম্যাকবুকে সেবাটি আনার পেটেন্ট পেয়েছে অ্যাপল।প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ‘৯টু৫ম্যাকে’ প্রকাশিত এই প্রতিবেদনে জানা যায় তথ্যটি। মঙ্গলবার পেটেন্ট এর অনুমোদন পেয়েছে অ্যাপল। পেটেন্টে বলা আছে, ব্যক্তির মুখের ‘ডেপথ ম্যাপ’ শনাক্ত করতে কম্পিউটারে মুখ শনাক্তকারী অ্যালগরিদম যোগ করা যাবে। ফিচারটির জন্য ব্যক্তির অঙ্গভঙ্গিও বিবেচনা করা হবে।নতুন ফিচারটি ম্যাকবুকে যুক্ত হলে ডিভাইসের নিরাপত্তা আরেকগুন বৃদ্ধি পাবে। পাসওয়ার্ড টাইপ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা। তবে এই সুবিধা নিয়ে নতুন ম্যাকবুক কবে আনা হবে সে সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।এদিকে শুধু ম্যাকবুক নয়, নতুন আইপ্যাডের ফেইসবুক আইডি যোগ করা হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরেই নতুন আইপ্যাড উন্মোচন হতে পারে। ট্যাবলেট ডিভাইসের বাজার মন্দা গেলেও এই খাতে শীর্ষে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকের হিসেবে ৩৪ দশমিক ৯ শতাংশ দখল করে শীর্ষে স্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App