×

খেলা

বৃষ্টি আইনে লঙ্কানদের কাছে প্রোটিয়াদের হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৪:৪১ পিএম

বৃষ্টি আইনে লঙ্কানদের কাছে প্রোটিয়াদের হার
শানাকার অলরাউন্ডিং পারফরম্যান্সে ক্যান্ডিতে সিরিজের ৪র্থ ওয়ানডেতে প্রোটিয়াদের বৃষ্টি আইনে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে ৩০৬ রান করে লঙ্কানরা। জবাবে নির্ধারিত ২১ ওভারে ১৮৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বৃষ্টি আইনে ৩ রানের জয় পায় শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু পায় দুই লঙ্কান ওপেনার। তবে ৬১ রানে প্রথম উইকেট পরার পর একটু ধাক্কা খায় স্বাগতিকরা। ডুমিনি ও মহারাজের স্পিনে দ্রুতই আরো ২ উইকেট হারিয়ে ফেলে তারা। হাল ধরেন দুই পেরেরা। তাদের সমান ৫১ রানের ইনিংসের সঙ্গে শানাকার ৬৫ রানে ভর করে ৩০৬ রান তুলে শ্রীলঙ্কা। এরপরই বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। পরে বৃষ্টি আইনে ২১ ওভারে ১৯১ রানের টার্গেট দাঁড়ায় আফ্রিকার সামনে। জবাব দিতে নেমেই হোঁচট খায় প্রোটিয়ারা। শানাকা ও ধনঞ্জয়ার বলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পাশ থেকে আমলা চেষ্টা করলেও সঙ্গী হিসেবে কাউকেই পান নি তিনি। পরে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রানে থামে প্রোটিয়া ইনিংস। প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App