×

তথ্যপ্রযুক্তি

দেখুন আপনার ওয়াইফাই কারা ব্যবহার করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৪:৪১ পিএম

দেখুন আপনার ওয়াইফাই কারা ব্যবহার করছে
আধুনিক যুগের তরুণদের ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ ছাড়া এক মুহূর্ত চলে না। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খাবার দোকান, পর্যটন কেন্দ্রে রয়েছে ওয়াইফাই। কিন্তু অনেকে প্রাইভেটভাবে ব্যবহার করেন এই তারবিহীন সংযোগ। আর তাতে ভাগ জমায় পাশের বাড়ির অন্য কেউ। কিন্তু কিভাবে বুঝবেন কে কে আপনার সংযোগ ব্যবহার করছে এবং কতদিন যাবৎ এই লাইন তারা ব্যবহার করছে। এজন্য আপনার কম্পিউটারটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত হতে হবে। তাহলে সহজেই জানতে পারবেন। উইন্ডোজ সেভেন বা অন্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারিদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা অন্য ইউজারের ডিভাইসটি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ওয়াইফাইতে যুক্ত ছিলো, সব জানা যাবে একটি কমান্ড এর মাধ্যমে। শুধু তাই নয় নেটওয়ার্ক সংকেত দুর্বল না সবল তাও জানা যাবে। যা করবেন? ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা আপনার ল্যাপটপের অনেক তথ্যই উইন্ডোজ ১০ সংগ্রহ করে জমা রাখে। সেগুলো দেখতে চাইলে কমান্ড প্রম্পটে একটি কমান্ড লিখে চালালে ওয়াই-ফাই রিপোর্ট তৈরি হয়ে যাবে। যা দেখে অনেক কিছুই জানতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App