×

অর্থনীতি

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৫:০২ পিএম

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান। এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম হবে ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। প্রতি বর্গফুট খাঁসির চামড়া ১৮-২০ টাকা, বকরির চামড়া ১৩-১৫ টাকা। গতবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা ছিল। এবার সারা দেশে খাসির চামড়ার দাম নির্ধারণ হয়েছে প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ১৩-১৫ টাকা। গত বছর সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকা নির্ধারিত ছিল। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের চামড়ার দাম কম। নতুন দাম নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় এনে দাম নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App