×

পুরনো খবর

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০২:৩৮ পিএম

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৭ আগস্ট) দিনগত রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাদের গ্রেপ্তার করেছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের এডিসি নাজমুল ইসলাম। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- তৌহিদুল ইসলাম তুষার (২৪), পিতা- আব্দুর রাজ্জাক। মো. ওয়ালিউল্লাহ (২৮), পিতা- সাইফুল ইসলাম ও ইহসান উদ্দিন ইফাজ (১৮), পিতা- সৈয়দ নূরুল আলম। এডিসি নাজমুল ইসলাম জানান, গত ৫ আগস্ট রমনা থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমোরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App