×

খেলা

২৫ সেলাই নাজমুলের হাতে, ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে সাকিবের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০৭:১৭ পিএম

২৫ সেলাই নাজমুলের হাতে, ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে সাকিবের
ফ্লোরিডায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩টি বল করে মাঠ ছেড়েছিলেন নাজমুল ইসলাম অপু। পুরো দল যখন সিরিজ জয়ের আনন্দ করছিল মাঠে তখন নাজমুলের হাতে চলছিল সেলাইয়ের কাজ! গুনে গুনে ২৫টি সেলাই দিয়েছেন ডাক্তাররা। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ওয়ালটনের বুটের চাপা পড়ে নাজমুলের বামহাতে। সাথে সাথেই রক্ত ঝরতে থাকে তার হাত থেকে। তোয়ালে দিয়ে হাত চেপে ফিজিও তাকে নিয়ে যান মাঠের বাইরে। এরপর সোজা যান ব্রোওয়ার্ড জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তার হাত দেখে এক্সরে করিয়ে ২৫টি সেলাই করে দেন! বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ মিরপুরে জানিয়েছেন, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি স্পিনারকে। নাজমুলের হাতে চার জায়গায় ক্ষত হয়েছে। তবে হাড়ে কোনো ইনজুরি হয়নি। সফট টিস্যু ইনজুরি। তিন সপ্তাহ পর তার সেলাই কাটা হবে। এরপর একসপ্তাহ বিশ্রাম শেষে মাঠে ফিরতে পারবেন নাজমুল। সব মিলিয়ে এক মাস মাঠের বাইরে থাকবেন নাজমুল। সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পারবেন বলে বিশ্বাস বিসিবি চিকিৎসকের। নিউইয়র্ক হয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছার কথা এ স্পিনারের। এদিকে পুরোনো ব্যথায় সাকিবের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। বাঁহাতের কনিষ্ঠ আঙুলের পুরোনো চোট আবারও বেড়েছে সাকিবের। এ কারণে শতভাগ সামর্থ্য দিয়ে ব্যাটিং করতে পারছেন না। প্রদাহ কমাতে ইঞ্জেকশন ব্যবহার করে কয়েক মাস ফ্রি ভাবে খেলতে পারলেও সমস্যা থেকে যাচ্ছে সাকিবের। দীর্ঘমেয়াদে এ সমস্যা সারাতে অপারেশন প্রয়োজন। অপারেশন করালে দেড়-দুই মাস রিহ্যাবের প্রয়োজন। এ সময় বের করা গেলে সাকিবের আঙুলে অপারেশন করানো হবে বলে জানান দেবাশীষ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App