×

তথ্যপ্রযুক্তি

গুগল আনছে নতুন পিক্সেল ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০২:৪৪ পিএম

গুগল আনছে নতুন পিক্সেল ফোন
আগামী ৪ অক্টোবর উন্মোচিত হতে যাচ্ছে নতুন গুগল পিক্সেল ডিভাইস।সম্প্রতি কানাডায় প্রকাশিত এক বিজ্ঞাপন থেকেই এ গুঞ্জনের শুরু।গুগল পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএলের এই বিজ্ঞাপনের সত্যতা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। হতে পারে গুজব ছড়ানোর জন্যই এভাবে বিজ্ঞাপন দিয়েছে কোনো তৃতীয় পক্ষ। গত ২ বছরে যেহেতু একই দিনে পিক্সেল উন্মোচন করা হয়েছে ফলে সেটি সত্যি হবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।এবারের পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল হবে আগের দুটি পিক্সেল ফোনের চেয়ে আলাদা। বড় ডিসপ্লের মডেলে থাকবে নচ, ছোট মডেলে থাকবে বেশ মোটা বেজেল। দুটি ফোনই পাবে ফ্রন্ট স্পিকার, পাবে না হেডফোন জ্যাক। তথ্যমতে, পিক্সেল ফোনগুলো এবারও ২টি বা ৩টি ব্যাক ক্যামেরার ট্রেন্ডে গা ভাসাচ্ছে না। কিন্তু সামনে দুটি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App