×

আন্তর্জাতিক

কানাডার সঙ্গে বাণিজ্যিক সর্ম্পক স্থগিত করল সৌদি আরব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০১:১৩ পিএম

কানাডার সঙ্গে বাণিজ্যিক সর্ম্পক স্থগিত করল সৌদি আরব
সৌদি আরবের আভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করেছে এই অভিযোগে কানাডার সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটি সব ধরনের বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে। পর পর কয়েকটি টুইটে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং কানাডা থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। সৌদি আরবে কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করায় কানাডা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করায় সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সৌদি-মার্কিন মানবাধিকার কর্মী সামার বাদউই রয়েছেন বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বাদউই সৌদি আরবে পুরুষ অভিভাবকত্ব অবসানের দাবি জানিয়ে আসছিলেন। সৌদি আরব জানিয়েছে, তারা তাদের আভ্যন্তরীণ বিষয়ে ‘কোনো ধরনের হস্তক্ষেপ না সহ্য করবে না’। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে দেয়া বিবৃতিতে বলে, সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীদের ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান জানানোর পর সৌদি আরব এই পদক্ষেপ নেয়। কানাডা সরকার সৌদি আরবের কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App