×

খেলা

লিলি-বেকার বিচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০১:৩৩ পিএম

লিলি-বেকার বিচ্ছেদ
একটি নয়, ৫০ বছর বয়সে মোট তিনটি বিয়ে করেছেন সাবেক জার্মান নাম্বার ওয়ান টেনিস তারকা বোরিশ বেকার। তবে ইতোমধ্যে সবার সঙ্গেই বিচ্ছেদ ঘটেছে। বেকারের তৃতীয় স্ত্রী লিলি বেকারের সঙ্গে দীর্ঘ ১৩ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন ছয়বারের গ্রান্ডস্লাম জয়ী। দুজনের বিচ্ছেদ ঘটেছে তিন মাস হয়ে গেল। কিন্তু জানত না কেউই। চলতি বছরের মে মাসে লিলির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বলে গতকাল এক বিবৃতিতে বেকার জানিয়েছেন। ২০০৫ সালে ডাচ অভিনেত্রী লিলির সঙ্গে সম্পর্কে জড়ান বিংশ শতাব্দীর শেষের দিকের সেরা টেনিস তারকা বোরিশ বেকার। হাতে হাত রেখে কাটিয়েছেন ১৩টি বছর। তবে তাদের বৈবাহিক সম্পর্ক নয় বছরের। পরিচয়ের চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৯ সালের ১২ জুন সুইজারল্যান্ডে দুজনের সম্মতিতে বিয়ের শুভ কাজটি সম্পন্ন করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে তাদের প্রথম এবং একমাত্র পুত্র সন্তান এডলি বোরিশ বেকার জন্ম নেয়। এরপর এক এক করে কেটে যায় নয়টি বছর। নেই কোনো ঝগড়া-বিবেদ, আর নেই কোনো অশান্তি। সুখে-শান্তিতেই তাদের সময় কাটছিল। কিন্তু ২০১৮ সালের জানুয়ারির মাস থেকে দুজন আলাদা থাকা শুরু করেন। এখন পর্যন্ত আলাদাই রয়েছেন। কেন দুজনে দুই ঘরে থাকছেন এ নিয়ে অনেকের মনেই কৌত‚হল জাগে। আলাদা থাকার কারণ আবিষ্কার করতে গিয়ে বেরিয়ে এলো এক অজানা সত্য। দুজনের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক নেই। গত মে মাসে উভয়ের সম্মতিতে একে অপরকে ডিভোর্স দিয়েছেন। অনেকেই মনে করছেন ৫০ বছর বয়সী জার্মান টেনিস কিংবদন্তি ফের একবার বিয়ের ফন্দি আঁটছেন। তা মেনে নিতে পারেননি নেদারল্যান্ডসের মডেল কন্যা। আর তাই স্বামীর কাছ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এ কথা কতটুকু সত্য এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। লিলিকে বিয়ে করার আগে আরো দুটি বিয়ে করেছিলেন জার্মান তারকা। এ ছাড়াও বেকারের বান্ধবীর সংখ্যা অসংখ্য। আর বেশ কয়েকটি অবৈধ সন্তানও রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, বোরিশ বেকার তার টেনিস ক্যারিয়ারে মোট ছয়বার গ্রান্ডস্লাম জিততে সক্ষম হয়েছেন। উইম্বলডন ওপেনে তিনবার, অস্ট্রেলিয়া ওপেনে দুইবার এবং ইউএস ওপেনে একবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেন। তবে জিততে পারেননি ফ্রেঞ্চ ওপেনের ট্রফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App