×

জাতীয়

ভোলাহাট-রহনপুর সড়ক মরণফাঁদে পরিণত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০৩:৩৩ পিএম

ভোলাহাট-রহনপুর সড়ক মরণফাঁদে পরিণত
ভোলাহাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ভোলাহাট উপজেলা থেকে রহনপুরের সড়কটির দৈর্ঘ্য ২২ কি. মি.। রাস্তাটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স¤প্রতি বৃষ্টির পানিতে গর্তগুলো পুকুরে রূপ নিয়েছে। ফলে সব ধরনের যানবাহনে বা হেঁটে মানুষ চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সরেজমিন দেখা গেছে, অচল রাস্তাটিতে বড় যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। ছোটখাটো যাত্রীবাহী যান থেকে যাত্রী নামিয়ে গর্ত পার হতে হচ্ছে। এদিকে গর্তে অটোরিকশা উল্টে অনেক যাত্রী আহত হয়েছেন। সড়কটির ঘাইবাড়ী, পীরগাছি, বারইপাড়া, মুশরীভূজা, বটতলা, আদাতলা, ময়ামারী, নিমগাছি ও ভোলাহাট মেডিকেল মোড়ে বড় বড় গর্তের কারণে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় সংসদ সদস্যের নজরই পড়ে না। উল্লেখ্য, রমজানের ঈদের আগ মুহূর্তে সড়ক বিভাগ গর্ত ভরাট করলেও ওই কাজ এতটাই নিম্নমানের ছিল তা এ বৃষ্টির পানিতে ধুয়ে আবারো গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে গত বুধবার উপজেলার দলদলী ইউপি চেয়ারম্যন আলহাজ মাজহারুল ইসলাম পুতুল নিজ উদ্যোগে দুর্ঘটনা এড়াতে ভাঙা ইট দিয়ে রাস্তা মেরামত করেছেন। তিনি বলেন, অটোরিকশাগুলো গর্তে উল্টে যাত্রী আহত হওয়ায় নিজস্ব অর্থায়নে ভাঙা ইট দিয়ে গর্ত ভরাট করেছি। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও সড়কটি সংস্কার করার আশ্বাস পাওয়া যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App