×

তথ্যপ্রযুক্তি

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০৪:০৩ পিএম

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল!
গত বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়ে ২০৭ ডলারেরও বেশি হয়। সে সূত্রে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য দাড়ায় এক লাখ কোটি ডলার। যা বিশ্বের প্রথম ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে। গত বুধবার থেকে অ্যাপলের শেয়ারমূল্য প্রায় ৯ শতাংশ বাড়ে। সেদিন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, জুন থেকে পরবর্তী তিন মাসে তারা তাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল পেয়েছে। আইফোন বিক্রির গতি ধীর হওয়া সত্ত্বেও চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৫ হাজার ৩শ’ ৩০ কোটি ডলার। এই আয় আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। এই প্রান্তিকের মোট আয়ের ৬০ শতাংশই আন্তর্জাতিক ব্যবসায় থেকে এসেছে বলে গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ১৯৮০ সালে প্রথমবারের মতো তালিকাভুক্ত হওয়ার পর অ্যাপলের স্টক ৫০ হাজার শতাংশেরও বেশি বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App