×

জাতীয়

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া উচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ১১:৩০ এএম

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া উচিত
নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এখন ঘরে ফিরে যাওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। দাবিগুলো বাস্তবায়নে সরকারকে কিছুটা সময় দিতে হবে। আর সরকারকে সময় দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া উচিত। নিরাপদ সড়কের দাবিতে অনড় শিক্ষার্থীরা গতকাল শুক্রবার সপ্তম দিনেও রাজপথ ছাড়েনি। গতকালও রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স দেখে। এই প্রক্রিয়া দীর্ঘদিন চলতে পারে না বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। আন্দোলনের সফল পরিণতি এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি বাস্তবায়নে সরকারকে আরো কিছু দিন সময় দেয়া দরকার। চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে দেশের বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। আন্দোলনের এই পর্যায়ে এসে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া উচিত। আন্দোলন দীর্ঘায়িত হলে সংকীর্ণগোষ্ঠী স্বাভাবিক পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে। এর ফলে সহজ-সরল শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা প্রশংসনীয় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা যে কাজ করেছে তা আমাদের, বিশেষ করে প্রশাসনের করা উচিত ছিল। সব মানুষের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে শিক্ষার্থীরা। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। শিক্ষার্থীরা তাদের লক্ষ্য শতভাগ অর্জন করেছে। এখন তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া উচিত। তিনি বলেন, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। এভাবেই তারা দেশ গঠনের জন্য কাজ করবে। আন্দোলনের এই পর্যায়ে এসে শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে যে, তারা জাতিকে যে শিক্ষা দিয়েছে, তা ধরে রাখতে হবে। তাদের আন্দোলনের মাঝে কোনো সংকীর্ণমনা রাজনৈতিক দল বা গোষ্ঠী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে পারে। এ জন্য তাদের সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে সরকারকেও সতর্ক থাকতে হবে। এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে সরকারের বোধোদয় হওয়া এবং শিক্ষার্থীদের রাজপথ থেকে ঘরে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামো ও দুর্নীতির কারণেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের সঙ্গে সব মানুষের একাত্মতা দেখা গেছে। পরিবহন সেক্টরে দুবৃত্তায়ন হয়েছে। কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। কায়েমী স্বার্থের কারণে পরিবহন সেক্টরে দুর্নীতি বেড়েছে। এসব প্রতিরোধে সরকারকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে আমরাও সমর্থন করি। সড়কে শৃঙ্খলা ফিরে আসুক তা আমরাও চাই। কিন্তু এই আন্দোলনের ফলে সড়কে আমাদের নিরাপত্তা নেই। এ কারণে আমরা যাত্রী পরিবহনের জন্য বাস চালাতে পারছি না। সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। এখন তাদের ঘরে ফিরে যাওয়া উচিত। তাহলেই সড়কে আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। চলমান আন্দোলনের ব্যাপ্তিকাল সম্পর্কে গতকাল বিকালে মৌচাক এলাকায় আন্দোলনরত স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটির শিক্ষার্থী মেজবাহ আহমেদ জানান, মন্ত্রিসভায় বিলটি অনুমোদনের পর আমরা রাজপথ থেকে সরে যাব। আমরা নিজেদের স্বার্থের জন্য কিছুই করছি না। সরকার সড়কের নিরাপত্তা নিশ্চিত করলে প্রতিটি মানুষ সুফল ভোগ করবে। ব্যবসায়ী শামসুল আমিন খান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে সেহেতু শিক্ষার্থীদের এখন ঘরে ফিরে যাওয়া উচিত। তা না হলে এক পর্যায়ে আর সাধারণ মানুষ তাদের সমর্থন করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App