×

জাতীয়

রামগঞ্জে ভেজাল ভুসির রমরমা ব্যবসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০৫:১০ পিএম

রামগঞ্জে ভেজাল ভুসির রমরমা ব্যবসা
রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন বাজারে গোখাদ্যের ভেজাল ভুসির রমরমা ব্যবসা চলছে। এতে উপজেলার শত শত খামারিরা প্রতারিত হচ্ছেন। জানা গেছে, গোখাদ্য ভুসির মধ্যে মেশানো হচ্ছে পচা ডালের গুঁড়া, চালের তুষ ও পচা আটাসহ নানা ধরনের ক্ষতিকর উপাদান। একশ্রেণির ভুসি ব্যবসায়ী দেশীয় ও ভারত থেকে আমদানি করা ডাল ও গমের ভালো ভুসির সঙ্গে এসব ভেজাল মিশিয়ে ইলিশ মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ ও গাভী মার্কা লেবেল লাগিয়ে খামারিদের ঠকিয়ে তা বাজারজাত করছেন। ক্ষতিকর এসব ভেজাল গোখাদ্য কিনে খামারিরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি তাদের গরু-মহিষগুলোও অসুস্থ হয়ে পড়ছে। এ পর্যন্ত গোখাদ্য ভেজাল ভুসি গুদামজাত ও বিক্রয়কারীদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ক্ষেত্রে ভেজালের মূল হোতারা সব সময় থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। খামারি ও গবাদিপশু পালনকারীরা জানান, রামগঞ্জ উপজেলায় বিপুলসংখ্যক গবাদিপশু পালন করা হয়ে থাকে। এ কারণে উপজেলাব্যাপী ভুসিসহ গোখাদ্যের বেশ চাহিদা রয়েছে। এতে এ উপজেলায় ভুসির অনেক পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এক বস্তা ভুসির (৩৭ কেজি) দাম ১১শ থেকে ১২শ টাকা। ভেজাল ভুসির কারণে গরু, মহিষগুলো যেমন অসুস্থ হচ্ছে পড়ছে দুধ উৎপাদনও কমে যাচ্ছে বলে খামারিরা জানান। এ ভেজাল ভুসি বিক্রি বন্ধ করা না গেলে দুগ্ধ খামার হুমকির মুখে পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App