×

খেলা

পারলেন না কোহলি, আ্যাজবাস্টনে জিতল ইংল্যান্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ০৭:০৩ পিএম

এজবাস্টনে এর আগে ১৬ টেস্ট খেললেও জিততে পারেনি এশিয়ার কোনো দল। বিরাট কোহলির ভারতের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি এসেছিল। তৃতীয় দিনের শেষ পর্যন্ত কোহলি অপরাজিত ছিলেন বলে এজবাস্টন টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। ব্যক্তিগত ৪৩ রান নিয়ে ব্যাট করতে নামা কোহলি আজ চতুর্থ দিনে ৫১ রানে বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। তার আউটের পর নিভে যায় ভারতের শেষ আশার প্রদীপটিও। এ টেস্টে ৩১ রানে জয়ের মধ্য দিয়ে নিজেদের হাজারতম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখল ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২৮৭ ও ১৮০ ভারত: ২৭৪ ও ১৬২ ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী। আজ চতুর্থ দিনে ইতিহাস গড়ে জয়ের জন্য ৮৪ রান দরকার ছিল ভারতের। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডের দরকার ছিল মূল্যবান ৫টি উইকেট। রুট-কুকদের এ জয়ের পথে যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ দিন সকালে কোহলিকে আউটের ইংলিশদের জয়ের পথ পরিস্কার হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৮০ রানে। প্রথম ইনিংসে ইংলিশদের ১৩ রানের লিড মিলিয়ে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৪। গতকাল ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ১১০ রানে। আজ মাঠে নামা পর্যন্ত সমীকরণটা পক্ষে থাকলেও দিনের শুরুতে কোহলির আউটে সব পাল্টে যায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ ভারত থামে ১৬২ রানে। ফলে প্রথম টেস্টে ৩১ রানে জিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ইংল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App