×

খেলা

দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মাঠে নামছে বাংলাদেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ১০:১৭ পিএম

দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মাঠে নামছে বাংলাদেশ
ওয়ানডেতে দুর্দান্ত শেষের পর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে ওডিআই সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করলেও প্রথম টি-টোয়েন্টিতেই স্বাগতিকদের বিপক্ষে ধাক্কা খেয়েছে টাইগাররা। সেই ধাক্কা সামলে এবার টি-টোয়েন্টির রাজাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজ অধ্যায়ের ইতি টেনে এবার সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি হবে যুক্তরাষ্ট্রে। ক্যারিয়বীয়দের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিতে এবার মার্কিন মূলকে রয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় শুরু হবে খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও মাছরাঙা টেলিভিশন। সিরিজে ঘুরে দাঁড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টি-টোয়েন্টির সেরা দলটির বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের সেই হার ভুলে জয়ে ফেরার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজ বাঁচানোর লড়াই তামিম-সাকিব-মুস্তাফিজদের সামনে। ফ্লোরিডায় লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড বিভাগীয় পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে প্রথম বারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে ক্ষণে ক্ষণে চমক দেখানোর নজীর রয়েছে। সমালোচকদের অনেকেই টি-টোয়েন্টেতে বাংলাদেশকে কমজোরি মনে করেন। অন্যদিকে এই ফরম্যাটে সবচেয়ে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে রয়েছেন আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলসরা। ভেন্যু পরিবর্তন হলে আগামীকালকের ম্যাচেও নিজেদের সেরাটা প্রমাণের চেষ্টা থাকবে ক্যারিবী দানবদের। ফ্লোরিডায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। আরিফুল ইসলামের জায়গায় আসতে পারেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে সৌম্যকে। তবে ওপেনিংয়ে লিটন দাসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এমনটা হলে ওয়ানডাউনে ব্যাট করা লাগতে পারে সৌম্যকে। এরপর মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গী হিসেবে থাকতে পারেন পরীক্ষীত রুবেল হোসেন। আর স্পিনের নেতৃত্বে দলীয় অধিনায়ক সাকিবের সঙ্গে, মিরাজ ও নাজমুল ইসলাম অপুকে দেখা যেতে পারে। অন্যদিকে প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে অপরিবর্তিত একাদশে মাঠে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। তবে ফ্লোরিডার মতো নতুন ভেন্যুতে ক্যারিবীয় শিবিরে কোনো পরিবর্তন আসে কিনা তা দেখা যাবে আগামীকাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App