×

খেলা

১৮০ রানে অলআউট ইংল্যান্ড, জিততে ভারতের চাই ১৯৪

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০৯:৫৭ পিএম

১৮০ রানে অলআউট ইংল্যান্ড, জিততে ভারতের চাই ১৯৪
১৮০ রানে অলআউট ইংল্যান্ড, জিততে ভারতের চাই ১৯৪
প্রথম ইনিংস শেষে লিডে থাকলেও দ্বিতীয় ইনিংসে খুব ভালো স্কোর গড়তে পারেনি ইংল্যান্ড। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে গিয়েছে। প্রথম ইনিংস শেষে ১৩ রানের লিডে ছিল ইংলিশরা। ফলে, ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১৯৪ রান। আজ চলছে ম্যাচের তৃতীয় দিন। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হয়েছে গত বৃহস্পতিবার। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৮৭ রান করে অলআউট হয় তারা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২৭৪ রান করে অলআউট হয়। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন। ১৪৯ রান করে আউট হন তিনি। শনিবার ইংল্যান্ড তাদের ইনিংসে ১৮০ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন স্যাম কুরান। টেস্টে এটি তার প্রথম অর্ধশত। ২৮ রান করেন জনি বেয়ারস্টো। ২০ রান করেন ডাউইড মালান। ভারতের বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ৫টি, রবীচন্দ্রন অশ্বিন ৩টি ও উমেশ যাদব ২টি করে উইকেট শিকার করেন। ভারত এখন ইংল্যান্ডের দেয়া ১৯৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ এক উইকেটে ২১ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App