শাহী মুতাঞ্জান জর্দা

আগের সংবাদ

অ্যান্ড্রয়েড ৯ আপডেট দেবে ওয়ানপ্লাস

পরের সংবাদ

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ-মিছিল

প্রকাশিত: জুলাই ৩১, ২০১৮ , ১:১৩ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩১, ২০১৮ , ১:১৩ অপরাহ্ণ

প্রজ্ঞাপনসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি কলা ভবন, বিজনেস অনুষদ ও মুহসীন হলের সামনে দিয়ে টিএসসি হয়ে শহীদ মিনার অভিমুখে যাচ্ছে। রাজু ভাস্কর্যে সামনে গিয়ে শেষ হবে মিছিলটি।

এর আগে গত ৩০ জুন গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় ঢাবির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল হক নূরসহ বেশ কয়েক জনের ওপর হামলা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়