×

খেলা

পিএসজিকে গোলের বন্যায় ভাসাল আর্সেনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ০৪:২০ পিএম

পিএসজিকে গোলের বন্যায় ভাসাল আর্সেনাল
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও ফরাসি ক্লাব পিএসজি। যেখানে আর্সেনাল হেরেছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে এবং পিএসজি হেরেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে। তাই উভয় দলের সামনেই টুর্নামেন্টে ভালো করার জন্য গতকালের ম্যাচে জয়ের বিকল্প ছিল না। তবে এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের। শনিবার পিএসজিকে ৫-১ গোলে হারিয়েছে তারা। আর্সেনালের হয়ে এ ম্যাচে জোড়া গোল করেছেন আলেজান্ড্রে লেকাজেত্তে। এ ছাড়া ১টি করে গোল করেছেন মেসুত ওজিল, রভ হোল্ডিং ও এডি এনকেথিয়া। সম্পূর্ণ ফিট থাকা সত্তে¡ও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এবারের আসরে নিয়মিত একাদশের অধিকাংশ ফুটবলারকেই দলের বাইরে রেখেছেন উনাই এমেরির উত্তরসূরি হিসেবে কয়েকমাস আগে ফরাসি ক্লাব পিএসজির দায়িত্ব নেয়া কোচ টমাস টুশেল। আগামী মাস থেকে শুরু ফরাসি লিগ ওয়ানের খেলা। সেটি ভেবেই নেইমার, কাভানি, এমবাপ্পে, ডি মারিয়া, থিয়াগো সিলভার মতো তারকাদের বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ। তবে মাঠে এদের না থাকাটা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে ফরাসি ক্লাবটির সমর্থকরা। পিএসজির কোচ তার দলের নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রাখলেও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন আর্সেন উইঙ্গারের উত্তরসূরি হিসেবে আর্সেনালের দায়িত্ব নেয়া কোচ উনাই এমেরি। তবে স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে খেলেননি কয়েকদিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়া মিডফিল্ডার মেসুত ওজিল। গতকাল শুরুর একাদশেই খেলেছেন তিনি। গোলও পেয়েছেন ১টি। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোচ উনাই এমেরির শিষ্যরা। এর ফলও পায় তারা। ম্যাচের ১৩ মিনিটে পিএসজির কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে মিফিল্ডার মেসুত ওজিলের দিকে বল পাঠান স্ট্রাইকার পিয়েরে এমেরিক উবামেয়াং। এমেরিকের কাছ থেকে বল পেয়ে পিএসজির গোলপোস্ট লক্ষ্য করে দারুণ এক শট নেন ওজিল। তার শট গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করে পিএসজির জালে প্রবেশ করলে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। এরপর প্রথমার্ধে দুদলই গোলের আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোচ ওজিলরা। বিরতির পরে অবশ্য বেশ ছন্দ আসে পিএসজির খেলোয়াড়দের খেলায়। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি কিক থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান মিডফিল্ডার ক্রিস্টোফার এনকোকো। তবে এর ৭ মিনিট পরেই স্ট্রাইকার আলেজান্ড্রে লেকাজেত্তের গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। এসময় মিডফিল্ডার এমিল স্মিথ রোয়ের পাস থেকে বল পেয়ে গোল করেছেন তিনি। এর ৪ মিনিট পর আলেজান্ড্রে লেকাজেত্তে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় আর্সেনালের। এরপর ম্যাচের ৮৭ মিনিটে ডিফেন্ডার রভ হোল্ডিং গোল করলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় ইংলিশ ক্লাবটির। ম্যাচের যোগ করা সময়ে ফরোয়ার্ড এডি এনকেথিয়া গোল করলে শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনালের খেলোয়াড়রা। আর্সেনাল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগস্টের ১ তারিখ চেলসির বিপক্ষে এবং জুলাইয়ের ৩০ তারিখ অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে পিএসজি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App