×

জাতীয়

বাংলাদেশে পাকিস্তানি মডেলের নির্বাচন হবে না: মেনন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৮:২৩ পিএম

বাংলাদেশে পাকিস্তানি মডেলের নির্বাচন হবে না: মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদানের পরিণাম কী হতে পারে, তার প্রমাণ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং পাকিস্তানের সদ্যসমাপ্ত নির্বাচন। বাংলাদেশে পাকিস্তানি মডেলের নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসায় ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও তার অনুসারী তথাকথিত বুদ্ধিজীবীরা জাতীয় নির্বাচন সম্পর্কে একটি অবিশ্বাস্য গল্প তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। তারা খুলনা এবং গাজীপুর মডেল সম্পর্কে অনেক গল্পকথা তৈরি করলেও এ পর্যন্ত অনিয়মের কোনো অর্থবহ প্রমাণ হাজির করতে পারেননি। মেনন বলেন, বিএনপি নেতারা যখন এসব কথা বলেন, তখন তারা মাগুরা ও মিরপুর মার্কা নির্বাচনের কথা ভুলে যান। এমনকি প্রধান নির্বাচন কমিশনারকে মাগুরা থেকে পালিয়ে আসতে হয়েছিল। তাদের মুখে এসব কথা শোভা পায় না। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, নগর কমিটির সদস্য শাহানা ফেরদৌসী লাকী, বেনজির আহমেদ, জাহাঙ্গীর আলম ফজলু, মুর্শিদা আখতার নাহার, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংসু সাহা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App