×

জাতীয়

প্রচারণার শেষ সময়েও পাল্টাপাল্টি অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০১:০৬ পিএম

অন্য দুই নগরীর মতো রাজশাহীতেও নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হবে আজ রাত ১২টায়। শেষ মুহূর্তে এসেও ভোটারদের নিজের পক্ষে টানতে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরীর মোড়গুলো আরো আগে থেকেই পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। অলিগলিতে চলছে মাইকিং। গান, কবিতা ও ছড়ার মাধ্যমেও চলছে প্রচারণা। প্রধান দুই মেয়রপ্রার্থীর পাশাপাশি তাদের দলের কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় কর্মী-সমর্থকরাও ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সবমিলিয়ে প্রচার-প্রচারণায় সরগরম রাজশাহী নগরী।অবশ্য এর মধ্যেও থামেনি প্রধান দুই মেয়রপ্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। গতকাল শুক্রবার দুপুরে নগরীর জাহাজঘাট জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে জাহাজঘাট, ধরমপুর, খোজাপুর ও তালাইমারি মোড়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে লিটন বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি জনগণ বিপুলভাবে নৌকার পক্ষে রায় দেবে, রাজশাহীতে ইতিহাস সৃষ্টি হবে। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিবেশ হয়নি। তাই সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তারপরও যদি নির্বাচন কমিশন মনে করে, মোতায়েন করতে পারে, সেটি তাদের ব্যাপার। বিএনপির ঢালাও মিথ্যাচারের ব্যাপারে লিটন বলেন, আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন থেকেই বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি নেতাকর্মীরা মিথ্যাচার করে আসছে। আমরা জানতাম যে, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা মিথ্যাচার করবে, তাই হচ্ছে। তারা ভোট ডাকাতির কথা বলছে। ভোট ডাকাতির ইতিহাস তো তারাই সৃষ্টি করেছে। মাগুরায় ভোট ডাকাতি হয়েছিল বিএনপির আমলে। আমাদের ভোট ডাকাতির প্রয়োজন নেই। কারণ আওয়ামী লীগ জনগণের দল, জনগণকে নিয়ে আমরা চলি। জনগণের ভোটে আমরা বিজয়ী হবো। তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের যদি অরাজনৈতিক তৎপরতা না থাকে তাহলে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে রাসিক নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গতকাল শুক্রবার সকালে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় গণসংযোগে গিয়ে সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৯০ শতাংশ প্রিসাইডিং ও পোলিং অফিসার আওয়ামী লীগ ঘরানার লোক থেকে বাছাই করা হয়েছে। তাদের মাধ্যমে আগের রাতে নৌকায় সিলমারা ব্যালট ভোটকেন্দ্রে লুকিয়ে রাখার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এ সময় নিরপেক্ষ লোকদের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার করার দাবি জানানোর পাশাপাশি আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান বুলবুল। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। পাল্টাপাল্টি অভিযোগও তুঙ্গে। এই নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নির্বাচনী টকশোর দৃশ্যধারণ অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানকে নিয়ে কট‚ক্তি ও বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের মিথ্যাচার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অনুষ্ঠান শেষে বিএনপি নেতাকর্মীদের হয়ে চেয়ারপাসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনার পর থেকে নগরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App