×

জাতীয়

তিন সিটিতে ভোট ডাকাতির প্রস্তুতি চলছে: বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৭:২১ পিএম

তিন সিটিতে ভোট ডাকাতির প্রস্তুতি চলছে: বিএনপি
তিন সিটিতে সরকার খুলনা-গাজীপুর মডেলের মতো ভোট করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) উদ্যোগে 'সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে' সভায় ড. মোশাররফ হোসেন বলেন, তিন সিটিতে আওয়ামী লীগ জয় ছিনিয়ে নিতে চায়। ইতিমধ্যে প্রশাসনের ব্যবহারে সেটা স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে যেসব এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে তাদের ভয়ভীতি-হুমকি দেখিয়ে বাড়ি-ঘর ছাড়া করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করার ক্ষেত্রে আদালত ও ইসির নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না পুলিশ। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে অন্য জেলায় তাদের চালান দিয়ে দেয়া হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আমরা এই তিনটি নির্বাচনে দেখতে চাই জনগণ নিজের হাতে ভোট দিতে পারে কিনা। এটার মাধ্যমে এই সরকারের যে কুৎসিত চেহারা তা জনগণের কাছে উন্মোচিত হবে। এ সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-এটা তিন সিটি নির্বাচনের পরে জনগণ চূড়ান্তভাবে বুঝে ফেলবে। সেই প্রেক্ষাপটে তারা সিদ্ধান্ত নেবে। কয়লা উধাও প্রসঙ্গে তিনি বলেন, লাখ লাখ টন কয়লা উধাও হয়ে গেল। এটা তো একটা ব্রিফকেসে করে নিয়ে যাওয়ার মতো কোন জিনিস না। প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি ও প্রতিমন্ত্রী কেউ এ বিষয়ে কোন কথা বলছেন না। এর মানে হল- তাদের মধ্যে কোন চেইন অফ কমান্ড নেই। আয়োজক দলের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির জহিরউদ্দিন স্বপন, জাগপার খোন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাঈদ আহমে প্রমুখ। এদিকে সরকারের নির্দেশে তিন সিটিতে নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ মিলে একপেশে নির্বাচনের ডিজাইন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন যে সরকারের হাতের মুঠোয় সেই প্রমাণ নিজেরাই রেখে যাচ্ছে। নানা অনিয়মের অভিযোগ জানানো হলেও তিন সিটিতে ইসি নিরব দর্শকের ভূমিকা পালন করছে। কোন ব্যবস্থাই নিতে পারছে না। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা:.এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ। রিজভী বলেন, খুলনা-গাজীপুর নির্বাচনের মতোই তিন সিটি নির্বাচনে বিরোধী দলের ভোটার ও পোলিং এজেন্ট শুন্য করার এক অভিনব কৌশল অবলম্বন করেছে। বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকদের তালিকা ধরে গ্রেফতার অব্যাহত আছে। পুলিশি হয়রানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অসহায় পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App