×

খেলা

অলিম্পিকে মোবাইল মসজিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৪:০৭ পিএম

অলিম্পিকে মোবাইল মসজিদ
২০২০ সালে দ্বিতীয়বারের মতো সামার অলিম্পিক গেমস আয়োজন করতে যাচ্ছে এশিয়ার দেশ জাপান। এর আগে ১৯৬৪ সালে প্রথমবারের মতো এককভাবে অলিম্পিক গেমস আয়োজন করেছিল এশিয়ার দেশটি। সে হিসেবে দীর্ঘ ৫৪ বছর পর জাপানে বসতে যাচ্ছে সারা বিশ্বের অগণিত অ্যাথলেটদের মিলনমেলা খ্যাত সামার অলিম্পিকের আসর। সফল একটি অলিম্পিক গেমস আয়োজনের জন্য চেষ্টার যেন কোনো কমতি রাখছে না জাপান। হাতে এখনো আরো প্রায় দুই বছর সময় রয়েছে। তবে ইতোমধ্যে ২০২০ সালের অলিম্পিক গেমস আয়োজনের জোর প্রস্তুতি শুরু করেছে জাপান। ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলস্তরের মানুষের কথা ভেবে নানা ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হবে আসন্ন জাপান অলিম্পিক গেমসে। যেখানে মুসলমানদের নামাজ আদায়ের সুবিধার জন্য থাকবে মোবাইল মসজিদ। বেশ কয়েকটি মোবাইল মসজিদ নির্মাণ করা হবে। যেখানে ইতোমধ্যে একটি মোবাইল মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করেছে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত একটি স্পোর্টস এন্ড কালচারাল কোম্পানি। এশিয়ার দেশ জাপানের অবস্থান ছিল ষষ্ঠস্থানে। অলিম্পিক গেমসের পরবর্তী আসর বসবে জাপানে। অবশ্য এর আগে চলতি বছর আর্জেন্টিনাতে বসবে যুব অলিম্পিক গেমসের আসর। তবে সারাবিশে^র অ্যাথলেটদের দৃষ্টি যে এখন ২০২০ সালের অলিম্পিকের দিকে এতে কোনো সন্দেহ নেই। রাজধানী টোকিওতে বসবে এই অলিম্পিক গেমসের আসর। ইতোমধ্যে সবদিক থেকেই নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে টোকিওকে। জাপান অলিম্পিক গেমসে মোট ৫০টি ডিসিপ্লিনে বিশ্বের ২০৬টি দেশের ১১ হাজার ৯১ জন অ্যাথলেট অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এত বিপুল সংখ্যক অ্যাথলেটদের সঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসবে লাখ লাখ ক্রীড়াপ্রেমী। আর এদের মধ্যে মুসলমানদের সংখ্যাও যে কম থাকবে না সেটি বলা যায়। অলিম্পিক চলাকালীন সময়ে এসব মুসলমানদের সুবিধার কথা চিন্তা করেই মোবাইল মসজিদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন টোকিওতে অবস্থিত স্পোর্টস এন্ড কালচারাল কোম্পানিটির পক্ষ থেকে।এটি মূলত একটি সাদা এবং নীল রঙের বিশাল বাস। বাসটির সামনে আঁকা রয়েছে মসজিদের ছবি। এটির দৈর্ঘ্য ৫১৫ স্কয়ার ফুট এবং এতে একসঙ্গে ৫০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম ইয়াশুহারো ইনুই। এমন উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, জাপানে প্রচুর সংখ্যক মুসলমান রয়েছে। অলিম্পিক গেমসের সময় এ সংখ্যাটা আরো অনেক বেড়ে যাবে। তাই মুসলমানদের সুবিধার কথা বিবেচনা করেই আমাদের এই প্রচেষ্টা। আমরা মনে করি, অতিথিপরায়ন জাতি হিসেবে জাপানিদের যে সুনাম এই উদ্যোগ তা আরো বাড়িয়ে দিবে। অলিম্পিক উপলক্ষে বেশ কয়েকটি মোবাইল মসজিদ বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথমটি বানানোর কাজ এরমধ্যে শেষ হয়েছে। এটি এখন টয়োটা স্টেডিয়ামের বাইরে রাখা হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করছেন জাপানে বসবাসকারী মুসলমানরাও। উল্লেখ্য জাপানে প্রায় এক লাখেরও বেশি মুসলমান বাস করে। ২০২০ সালের অলিম্পিক গেমসের পর্দা উঠবে ২৪ জুলাই এবং পর্দা নামবে ৯ আগস্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App